সুবর্ণ জয়ন্তী-২০২৫
১৯৬৯ সনে আমাদের প্রিয় প্রতিষ্ঠান মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ স্থাপিত হলেও এসএসসি (ম্যাট্রিকুলেশন) পরীক্ষা ১৯৭২ অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে আমাদের প্রিয় প্রতিষ্ঠানের ৫০ পূর্তি হলেও নানাবিধ সমস্যার কারণে যথাসময়ে আমরা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সুবর্ণ জয়ন্তী উজ্জাপণ করতে ব্যর্থ হই।উল্লেখ্য থাকে যে, সুবর্ণ জয়ন্তী উজ্জাপন করার জন্য আমরা ২০১৪ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেইজ ও গ্রুপ পরিচালনা করে আসছি। বর্তমানে আমাদের পেইজ ও গ্রুপের সদস্য দশ হাজার (১০০০০) যেখানে ১৯৭২ ইং থেকে বর্তমান শিক্ষার্থীরাও যুক্ত রয়েছে।যার দরুন আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পেরেছি। এমতাবস্থায় আমরা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একত্ববোধ অনুভব করি এবং সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সম্মত হয় সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে, যেখানে আমাদের প্রিয় প্রতিষ্ঠানে পড়ুয়া দেশ ও সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ সম্মতি প্রকাশ করেছেন।